ছয়টি মাদার ভেসেল ও ১০টি লাইটার জাহাজ কিনবে বিএসসি

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

২০২১ সাল নাগাদ বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে দুটি মাদার বাল্ক ক্যারিয়ার, দুটি মাদার ট্যাংকার, দুটি মাদার প্রডাক্ট অয়েল ট্যাংকার ১০টি লাইটার জাহাজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। গতকাল সল্টগোলায় বিএসসির প্রধান কার্যালয়ে ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, বিএসসি ২০১৮-১৯ হিসাব বছরে ২৩০ কোটি লাখ টাকা আয় করেছে। সময়ে কোম্পানিটির ব্যয় হয়েছে ১৭৪ কোটি ৮৪ লাখ টাকা। নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির আয় ছিল ১২৯ কোটি ৪৪ লাখ টাকা। ব্যয় হয়েছিল ১১৬ কোটি ৯২ লাখ টাকা নিট মুনাফা ছিল ১২ কোটি ৫২ লাখ টাকা।

গত ১৫ অক্টোবর বিএসসি পরিচালনা পর্ষদের ৩০২তম সভায় সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। ২৪ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন