ইরানে চলমান গণবিক্ষোভে নিহত ১০৬ জন: অ্যামনেস্টি

বণিক বার্তা ডেস্ক

 ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে দেশজুড়ে অন্তত ১০৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য জানিয়েছে খবর আনাদোলু

এক বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, আমাদের ধারণা নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বেশকিছু প্রতিবেদনে ২০০ জন বিক্ষোভকারী নিহত হতে পারে বলে দাবি করা হয়েছে

নির্ভরযোগ্য প্রতিবেদন উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি জানায়, ইরানের ২১টি শহরে বিক্ষোভকারী নিহত হয়েছে মূলত ইরানি নিরাপত্তা বাহিনীর বেআইনি অভিযান এর জন্য দায়ী বলে উল্লেখ করেছে সংস্থাটি

ইরান কর্তৃপক্ষ প্রতিবেদন প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রকৃত নিহতের সংখ্যা বের করা কঠিন হয়ে দাঁড়িয়েছে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরানি সরকার বিক্ষোভকারীদের দমনে কৌশল হিসেবে সরাসরি গুলি, ছাদের ওপর থেকে স্নাইপারদের দিয়ে ভিড়ের মধ্যে গুলি একটি ক্ষেত্রে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বলে অ্যামনেস্টি জানিয়েছে

এদিকে অ্যামনেস্টির বিবৃতি নিয়ে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান এছাড়া হতাহতদের বিষয়ে এখনো ইরান সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন