এমপি পদ হারালেন থাই রাজনীতিবিদ থানাথর্ন

বণিক বার্তা ডেস্ক

 প্রথাবিরোধী বার্তা দিয়ে লাখো তরুণের সমর্থন পাওয়া থাই বিলিয়নেয়ার থানাথর্ন জুয়ানগ্রুনগ্রুয়ানকিতকে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে গতকাল থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে রায় দেয়া হয়েছে খবর বিবিসি

চলতি বছরের মার্চে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে থাই রাজনীতিকে বড় ধরনের ধাক্কা দেয় থানাথর্নের ফিউচার ফরওয়ার্ড পার্টি কিন্তু নির্বাচনের জন্য নিবন্ধনের সময় একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হওয়ায় থানাথর্ন আইন লঙ্ঘন করেছেন বলে সাংবিধানিক আদালত রায় দিয়েছেন দোষী সাব্যস্ত হওয়ায় তার এমপি পদ বাতিল করা হয়েছে

রায়ের প্রতিক্রিয়ায় থানাথর্ন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রার্থী হিসেবে নিবন্ধনের আগে গণমাধ্যম প্রতিষ্ঠান ভি-লাক মিডিয়ার নিজের মায়ের কাছে শেয়ার বিক্রি করে দেয়ার দাবি করেছেন তিনি কিন্তু আদালত জানায়, শেয়ার বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি

আদালতের রায়ে থানাথর্নকে কারাদণ্ড দেয়া হয়নি, যেমনটা তার সমর্থকরা আশঙ্কা করছিল মার্চের নির্বাচনে ৬২ লাখ ভোট পেয়ে তৃতীয় হয় ফিউচার ফরওয়ার্ড পার্টি থাইল্যান্ডের সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত থানাথর্ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন