ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘ফোর্ড ভার্সাস ফেরারি’

ফিচার ডেস্ক

গাড়ির জগতে বিখ্যাত দুই নাম ফোর্ড ফেরারি। প্রতিষ্ঠাতাদের নামেই ব্র্যান্ড দুটি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের মধ্যে। কার রেসিং প্রতিযোগিতায় কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, সে চেষ্টায় মত্ত থাকতেন। তাদের সে প্রতিযোগিতার গল্প এবার দেখা যাবে চলচ্চিত্রে। ছবির নামফোর্ড ভার্সাস ফেরারি জেমস ম্যানগোল্ড পরিচালিত ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল।

ফোর্ড ভার্সাস ফেরারি ছবির গল্প এমনফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি ছোটবেলা থেকেই কার রেসিংয়ের স্বপ্ন দেখতেন। একসময় তার স্বপ্ন বাস্তবে রূপ নেয়। তত্কালীন বিখ্যাত কোম্পানি আলফা রোমিওতে রেসিং ড্রাইভার হিসেবে নিয়োগ পান তিনি। সহকর্মী হিসেবে পান তখনকার নামকরা রেসিং ড্রাইভার তাজিও নুভোলারিকে। আলফা রোমিওতে চাকরিরত অবস্থায়টিম ফেরারিপ্রতিষ্ঠা করেন এনজো। এটি ছিল একটি কার রেসিং গ্রুপ। লুইজি সিনেত্তি ছিলেন একজন সফল ইতালিয়ান কার রেসার। ১৯৪৯ সালে অনুষ্ঠিত ২৪ ঘণ্টারলা ম্যানসএবংস্পা ২৪ আওয়ার্সরেসে তিনি ফেরারি ১৬৬এমএম মডেলের গাড়ি নিয়ে জয়লাভ করেন। এটি ছিল কোনো ফেরারি গাড়ির প্রথমবারের মতো রেস জয় করার কীর্তি। ১৯৬৩ সালের দিকে ফোর্ড কোম্পানির প্রধান দ্বিতীয় হেনরি ফোর্ড, ফেরারি কোম্পানি কিনে নেয়ার চেষ্টা করেন। তিনি এনজো ফেরারির কাছে -সংক্রান্ত প্রস্তাব পাঠান। কিন্তু এনজো সরাসরি তা নাকচ করে দেন। হেনরি ফোর্ড অন্যভাবে ব্যর্থতার প্রতিশোধ নিতে চাইলেন। তিনিলা ম্যানসরেসে ফেরারিকে হারানোর পরিকল্পনা করেন। ওই সময়লা ম্যানসরেসে ফেরারি ছিল অপ্রতিদ্বন্দ্বী নাম। ১৯৬০-৬৫ সাল পর্যন্ত একটানা ছয়বার ফেরারি ওই রেস জিতে আসছিল। ১৯৬৬ সালের মধ্যে ফেরারিকে চ্যালেঞ্জ জানানোর মতো গাড়ি ফোর্ডের হাতে চলে আসে। সে গাড়িটি ছিল বিখ্যাতফোর্ড জিটি ৪০ ১৯৬৬ সালেরলা ম্যানসরেসেজিটি ৪০ফেরারির রাজত্বের অবসান ঘটায়। ফোর্ডের জয়যাত্রার নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেন দুজন ব্যক্তি। অটোমোটিভ ডিজাইনার রেসিং ড্রাইভার ক্যারল শেলবি ব্রিটিশ ড্রাইভার কেন মাইলস। তাদের চরিত্রে অভিনয় করা দুই অভিনেতা ম্যাট ডেমন ক্রিশ্চিয়ান বেল ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। দুজনই আলাদাভাবে টুইট করে ছবিটিতে কাজ করার আনন্দ প্রকাশ করেছেন। ছবির গল্পে জোর দেয়া হয়েছে ফোর্ড অটোমোটিভ ডিজাইনার রেসিং ড্রাইভার ক্যারল শেলবি ব্রিটিশ ড্রাইভার কেন মাইলসের চরিত্র দুটির ওপর। ক্যারল শেলবির ভূমিকায় দেখা যাবে ম্যাট ডেমনকে আর কেন মাইলসের ভূমিকায় থাকছেন ক্রিশ্চিয়ান বেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন