প্রিন্সেস এলিজাবেথের বিলাসবহুল সংগ্রহ

ফিচার ডেস্ক

জার্মান সাংবাদিক, লেখক শিল্প সংগ্রাহক প্রিন্সেস এলিজাবেথ ফন থার্ন অ্যান্ড ট্যাক্সিস। জন্মসূত্রে তিনি জার্মান রাজপরিবারের একজন সদস্য। ২০১২ সাল থেকে তিনি ফ্যাশন লাইফস্টাইল ম্যাগাজিনভোগ’- স্টাইল সম্পাদক হিসেবে কাজ করছেন। ছোটবেলা থেকেই এলিজাবেথ বিভিন্ন নকশা শৈলীর জিনিসপত্র সংগ্রহে আকর্ষণ বোধ করেন। বড় হয়েও তিনি জুয়েলারি ফ্যাশনসামগ্রী সংগ্রহ চালিয়ে যান। এক্ষেত্রে স্বভাবতই তিনি তার পারিবারিক নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছিলেন

এলিজাবেথ ফন বলেন, আমি বলব কৌতূহল থেকেই আমার ঝোঁক তৈরি হয় এবং এটি আমাকে নতুন নতুন আবিষ্কার আরো সংগ্রহের প্রতি উৎসাহিত করেছিল। আমার মা প্রিন্সেস গ্লোরিয়াও আমার মতো ব্যতিক্রমী সমসাময়িক শিল্প সংগ্রহ করতেন। আমার শৈশবকালীন ৫০০ কক্ষের বিশাল বাড়ি আমার দৃষ্টিভঙ্গি প্রশস্ত করতে সহায়তা করে। এটিই বিশ্ব নিয়ে ভাবতে, প্যালেস ছেড়ে চলে যেতে এবং আমার নিজের পথ খুঁজে নিতে অনুপ্রেরণা জাগায়। আমি খুব আধুনিক শহুরে জীবনযাপন করি এবং অনুভব করি সেগুলো আজকাল আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে। আমি সেই মানুষগুলোকে ভালোবাসি, যারা স্বতন্ত্র ব্যক্তিত্বের সঙ্গে পোশাক পরে এবং যারা নিজস্ব নান্দনিকতা তৈরি করে। এখানে চলতি ফ্যাশনের নিয়মকানুন বড় বিষয় নয়।

এলিজাবেথ সেন্ট অ্যামেরামে বেড়ে উঠলেও এখন সেখানে তিনি খুব কমই সময় কাটান। এখনো এলিজাবেথের চিত্তাকর্ষক রত্নগুলোর দেখভালের দায়িত্ব পালন করেন তার মা। এগুলো পরে কোনো পার্টিতে গেলে এলিজাবেথকে বারবার সতর্ক করে দেন তিনি। কারণ বর্তমানে তার সংগ্রহে রয়েছে অনন্য সব জুয়েলারি সামগ্রী। তার সংগ্রহগুলোর মধ্যে রয়েছে

 

ডায়মন্ড টায়রা


উনিশ শতকের শেষদিকে এলিজাবেথের ডায়মন্ডের টায়রা তৈরি করা হয়। পুষ্পশোভিত পাতার মতো করে টায়রাটির নকশা করা হয়। গোলাপি ডায়মন্ডের টায়রায় রয়েছে নির্মাতা গুস্তাভ ফ্লাচের চিহ্ন, অস্ট্রিয়ান অ্যাসে চিহ্ন পৃথক তিনটি ফুলের নকশা। এটির দাম আনুমানিক ৩০ থেকে ৫০ হাজার ইউরো। এটা এলিজাবেথ ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন।

 

প্রাকৃতিক মুক্তোর টায়রা

পান্না, প্রাকৃতিক মুক্তো ডায়মন্ড দিয়ে তৈরি একটি টায়রা এলিজাবেথের সংগ্রহে রয়েছে। ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা কারটিয়ের ১৯২৫ সালে এটি তৈরি করেন। পরবর্তী সময়ে এক নোবেল পরিবার থেকে এটি সংগ্রহ করেন এলিজাবেথ। একক কাটা হীরা দিয়ে তৈরি এই টায়রায় প্রাকৃতিক পুঁতি, মুক্তো পান্না সজ্জিত। পরবর্তী সময়ে যুক্ত করা ডাবল সারি প্রাকৃতিক মুক্তো দিয়ে তৈরি করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৪৪০ মিলিমিটার। টায়রাটিতে কারটিয়ের স্বাক্ষর ফ্রেঞ্চ প্লাটিনামের জন্য অ্যাস চিহ্ন রয়েছে। এসএসইএফ রিপোর্টের তথ্য অনুযায়ী, টায়রায় যুক্ত করা মুক্তোগুলো প্রাকৃতিক লোনা পানি থেকে এবং পান্নাগুলো কলম্বিয়া থেকে সংগ্রহ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন