৭৫ কোটি ডলারে কেসিজিএম স্বর্ণ খনির অর্ধেক বিক্রি করছে ব্যারিক গোল্ড

বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক প্রতিষ্ঠান ব্যারিক গোল্ড অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত ক্যালগোরলি কনসলিডেটেড গোল্ড মাইন বা কেসিজিএম খনির অর্ধেক অংশ বিক্রি করে দিতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সেরাসেন মিনারেল হোল্ডিং কোম্পানির কাছে ৭৫ কোটি ডলারে খনির অর্ধেক অংশ বিক্রি করতে এরই মধ্যে চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠান দুটি। ফলে এখন থেকে কেসিজিএম খনির অর্ধেক লভ্যাংশ পাবে সেরাসেন মিনারেল। উল্লেখ্য, কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ব্যারিক গোল্ড আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, ডোমিনিকান রিপাবলিক, পাপুয়া নিউগিনি, পেরু, সৌদি আরব, তানজানিয়া, যুক্তরাষ্ট্র জাম্বিয়াসহ বিভিন্ন দেশে স্বর্ণের খনি পরিচালনা করে থাকে। সূত্র: মাইনিং ডটকম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন