ভারতে সরকারি খাতের ব্যাংকে প্রায় ৯৫ হাজার কোটি রুপি প্রতারণা

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৯৫ হাজার ৭০০ কোটি রুপির বেশি জালিয়াতির কথা জানিয়েছে ভারতের সরকারি খাতের ব্যাংকগুলো (পিএসবি) অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার রাজ্যসভায় তথ্য জানিয়েছেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান এক্সপ্রেস।

সীতারমণ জানান, গত দেড় বছরে পিএসবিগুলোর নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) কমা সত্ত্বেও প্রতারণার ঘটনা ঘটছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্যানুসারে, ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিএসবিগুলো ৯৫ হাজার ৭৬০ কোটি ৪৯ লাখ রুপির হাজার ৭৪৩টি প্রতারণার ঘটনার কথা জানিয়েছে (রিপোর্ট করার তারিখের ওপর ভিত্তি করে)

এক লিখিত প্রত্যুত্তরে সীতারমণ জানান, ব্যাংকগুলোয় প্রতারণা কমিয়ে আনতে বিস্তৃত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবে লাখ ৩৮ হাজার নিষ্ক্রিয় কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া জালিয়াতি সম্ভাবনার দৃষ্টি থেকে ৫০ কোটি রুপির বেশি সব ব্যাংক হিসাব পরীক্ষার নির্দেশ দিয়েছে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন