রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বণিক বার্তা অনলাইন

রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর সেখানে পাওয়া যায়নি। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কেটে আগুনের লাগার ঘটনা ঘটে, পরে ৬টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে দোতলা থেকে আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোতলায় বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। কাপড়ে আগুন ধরে যাওয়ায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার পরে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষকে মার্কেটের কাছে সরিয়ে নিয়েছে। শুধু ব্যবসায়ী ও ফারায় সার্ভিসের কর্মীরা ছাড়া কাউকে সেখানে ভিড়তে দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন