জনস্বার্থে আকাশপথে পেঁয়াজ আমদানির চার্জ মওকুফ করল বিমান

নিজস্ব প্রতিবেদক

জনস্বার্থে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ  মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, আকাশপথে যে কোন পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। যা পেঁয়াজ আমদানির ক্ষেত্রে মওকুফ করা হলো। 

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সহযোগিতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, মিশর থেকে পেঁয়াজের প্রথম চালান সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০২ ফ্লাইটে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাতে আসার কথা থাকলেও আসেনি। কার্গো ফ্লাইটে মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আসার কথা থাকলেও পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় তা ২৪ ঘণ্টা পিছিয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ রাতে দ্বিতীয় চালান আসার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন