কাউন্সিলর রাজিবের তিনটি গাড়ি জব্দ করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক

কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের তিনটি গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার আলামত হিসেবে এসব গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি তিনটি গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুর বেড়িবাঁধের ঢাকা কার পেইন্ট ?্যান্ড লেকার সেন্টার নামের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।

জব্দকৃত গাড়ির মধ্যে ডিফেন্ডার (ঢাকা মেট্রো -০০-০৬৬৪) ব্র্যান্ডের জিপ গাড়িটি দুদকের প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। বাকি দুটি মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে। এর আগে নভেম্বর কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।

দেশ টিভির পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির পরিচালক আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সোমবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ সুপারকে (ইমিগ্রেশন) -সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক (বিশেষ অনুসন্ধান তদন্ত-) মো. শফি উল্লাহ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন