দলবদলে শেষ মুহূর্তে ভিড়

ক্রীড়া প্রতিবেদক

 জার্সি গায়ে সাবেক তারকাদের অনুসরণ করে দলবদল কার্যক্রম সম্পন্ন করতে এলেন মোহামেডান খেলোয়াড়রা সমর্থকদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা যদিও দলবদল কার্যক্রমের আকর্ষণের কেন্দ্রে মোহামেডান নয়, ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্যাসিনো কাণ্ডের পর মোহামেডানের দল গঠন করা নিয়েই ছিল শঙ্কা ঐতিহ্যবাহী ক্লাবটির চরম দুঃসময়ে বিভেদ ভুলে এগিয়ে এসেছেন সাবেক ফুটবলার সংগঠকরা; যারা এতদিন ক্লাববিমুখ ছিলেন টেনেটুনে যে দলটা গড়া হয়েছে, তা কতদূর যেতে পারেতা সময়ই বলবে কাগজ-কলমের হিসাব করলে দলটা কোনোক্রমে টিকে থাকার মতো

এবারের দলে চেনা মুখ বলতে অতীতে জাতীয় দলে খেলা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব মিডফিল্ডার ইউসুফ সিফাত গত মৌসুমে খেলা মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে জাপানি মিডফিল্ডার উরিউ নাগাতা এবারের স্কোয়াডে আছেন কোচ হিসেবে থাকছেন শন লিন মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জানান, আমরা ক্লাবের ক্রান্তিলগ্নে একত্র হয়েছি ক্লাবের ঐতিহ্য শেষ হতে দেয়া যাবে না বরং আমরা ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই বড় স্বপ্নের কথা জানালেন ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, স্বল্প সময়ে আমরা দল গঠন করেছি আশা করছি, দল নিয়েই সেরা তিনে থাকতে পারব

গত মৌসুমে প্রিমিয়ার লিগ স্বাধীনতা কাপ জয়ী বসুন্ধরা কিংসের দৃষ্টি এবার এএফসি কাপে বর্তমান চ্যাম্পিয়নরা স্থানীয় বিদেশী ফুটবলার মিলিয়ে আরো শাণিত বিশ্বকাপ খেলা কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস উজবেকিস্তানের বখতিয়ার দুইশোবেকভকে কিংস ধরে রেখেছে নতুন সংযোজন আর্জেন্টিনার নিকোলাস দেলমন্তে তাজিকিস্তান জাতীয় দলের অধিনায়ক আখতাম নাজারভ ফিনল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভূত কাজী তারিককেও নিবন্ধন করিয়েছে হালের পরাশক্তিরা

স্কোয়াডে আছেন জাতীয় দলের ১০ সদস্য ইনজুরির কারণে তপু বর্মণ, আতিকুর রহমান ফাহাদ মাশুক মিয়া জনি জাতীয় দলের বাইরে না থাকলে সংখ্যাটা আরো বড় হতো স্থানীয় ১৩ নতুন জনকে দলভুক্ত করেছে কিংস শেখ রাসেল ছেড়ে এসেছেন ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ বিপলু আহমেদ আরামবাগ থেকে এসেছেন জাতীয় দলের উইঙ্গার রবিউল হাসান নিজেদের দল নিয়ে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেছেন, গত মৌসুমে রক্ষণভাগ আমাদের বেশ ভুগিয়েছে এবার পজিশনে খুব জোর দিয়েছি আমাদের রক্ষণভাগ এখন বেশ শক্তিশালী এএফসি কাপে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন