আরচারির মান যাচাইয়ের মিশন

ক্রীড়া প্রতিবেদক

 আরচারির যেকোনো বৈশ্বিক আসরের আগে ঘুরে-ফিরে পদকসংক্রান্ত আলোচনা হয় এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে অবশ্য তেমনটা হচ্ছে না পদক নয়, আসরে বাংলাদেশের লক্ষ্য নিজেদের ঝালিয়ে নেয়া

থাইল্যান্ডের ব্যাংককে আগামীকাল শুরু হবে ২৭ জাতির আসর এসএ গেমসের আগে এটি বাংলাদেশী তীরন্দাজদের জন্য অ্যাসিড টেস্ট বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের দৃষ্টি নেপালে ডিসেম্বর শুরু হতে যাওয়া ওই গেমসের দিকেই

থাইল্যান্ডের আসর আমাদের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা এখানে এশিয়া তথা বিশ্ব আরচারির সেরা তারকারা খেলবেন তাদের সঙ্গে লড়াই করে নিজেদের অবস্থান যাচাই করা যাবে’—গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক

যোগ করেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপে করা ভুলগুলো নিয়ে কাজ করলে এসএ গেমসের আগে আমাদের তীরন্দাজরা আরো নিখুঁত হতে পারবেন আমরা সেদিকেই দৃষ্টি দিচ্ছি থাইল্যান্ড থেকে ২৯ নভেম্বর দেশে ফিরবেন তীরন্দাজরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে এসএ গেমস মিশনে দলের সদস্যরা কাঠমান্ডুর বিমান ধরবেন ডিসেম্বর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন