বালি উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা, আহত ৫

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা করেছেন বালি ব্যবসায়ীরা গতকাল সকাল ১০টার দিকে নুনেরটেক এলাকায় ঘটনা ঘটে বালি ব্যবসায়ীদের হামলায় টেঁটাবিদ্ধসহ পাঁচ গ্রামবাসী আহত হয়েছেন আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার জেরে বালি উত্তোলন কাজে ব্যবহূত চারটি ড্রেজার জব্দ করে সোনারগাঁ থানা পুলিশ

নুনেরটেক গ্রামের বাসিন্দা মজিদ মিয়া, সরোয়ার আলমসহ কয়েকজন জানান, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নুনেরটেক বালু মহালটিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ওই এলাকায় কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায় পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের সহযোগী মানিক মিয়া, মনোয়ার হোসেন মনা, শাহপরান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর মোশারফ দীর্ঘদিন ধরে নুনেরটেক বালু মহালে অবৈধভাবে ২০-২৫টি ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করছিলেন বালি উত্তোলনের ফলে নুনেরটেকের রঘুভাঙ্গা এলাকায় নতুন করে ভাঙনের সৃষ্টি হচ্ছে গতকাল ভোরে ড্রেজারের মাধ্যমে নুনেরটেক এলাকায় বালি উত্তোলন করতে গেলে গ্রামবাসী একত্র হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন এতে ক্ষিপ্ত হয়ে বালি ব্যবসায়ীদের সহযোগীরা, টেঁটা, বল্লম, লাঠিসোটা নিয়ে পুনরায় বালি উত্তোলন করতে আসে পরে গ্রামবাসী ধাওয়া করতে গেলে তাদের ওপর হামলা করে সময় টেঁটাবিদ্ধ হন নুনেরটেক রঘুনার চর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে দিলবর হোসেন (৪৫) এছাড়াও জুয়েল, সাদ্দাম, আমজাদ আবুল হোসেন আহত হন আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

এদিকে, অবৈধভাবে বালি উত্তোলনের সময় গতকাল বিকালে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে এমভি মাতাব্বর ড্রেজিং, মা বাবার দোয়া, এমভি জিন্নাত এশিয়া সুপারের চারটি ড্রেজার জব্দ করে

নুনেরটেক গ্রামের আবুল হাসেম জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের লোকজন অবৈধভাবে বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী তাদের প্রতিহত করার জন্য ধাওয়া দিলে তারা পিস্তল, টেঁটা, বল্লম লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে এতে পাঁচ গ্রামবাসী আহত হন

বিষয়ে মন্তব্য জানতে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন