বারিতে কীটনাশক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়-বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল ইনস্টিটিউটের সেমিনার কক্ষে কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব . মো. আবদুর রৌফ কর্মশালার উদ্বোধন করেন

বারি সার্ক এগ্রিকালচার সেন্টারের (এসএসি) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশলায় সার্কভুক্ত সাতটি দেশের ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা কর্মশালায় বারির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিতে ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন

বারির মহাপরিচালক . আবুল কালাম আযাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসএসির পরিচালক . শেখ মোহাম্মদ বখতিয়ার, বারির পরিচালক (প্রশিক্ষণ যোগাযোগ উইং) . মো. মিয়ারুদ্দীন, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান . দেবাশীষ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . নির্মল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন

অতিরিক্ত সচিব . মো. আবদুর রৌফ বলেন, এসডিজি অর্জনে বিশ্বব্যাপী প্রধান লক্ষ্য ফসলের উৎপাদন দ্বিগুণ এবং কৃষিকে টেকসই কৃষিতে রূপান্তর করা এটা খুবই কঠিন কাজ ফসল উৎপাদন বাড়াতে কৃষকরা কীটনাশক ব্যবহার করেন ফলে উৎপাদিত ফসলে কীটনাশকের কিছু না কিছু প্রভাব থেকে যায়, যা মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ আমাদের লক্ষ্য পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন এজন্য ফসলে রাসায়নিক কীটনাশকের যথেচ্ছা ব্যবহার বন্ধ করতে হবে

. আবুল কালাম আযাদ বলেন, ফসলে কীটনাশকের যথেচ্ছা ব্যবহার বাড়ছে সরকারের অন্যতম লক্ষ্য নিরাপদ পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন তাই সার্কভুক্ত অঞ্চলে ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ে সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন