সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাবেক ন্যায়মস্তি ইউনিয়নকে (বর্তমান ভাসানচর) নোয়াখালী জেলার অধীন থানা ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাবেশ করেছে সন্দ্বীপ নাগরিক সমাজ  গতকাল চট্টগ্রাম-ঢাকা সন্দ্বীপে আন্দোলনরত সংগঠনগুলোর সমন্বয়ে চট্টগ্রাম নগরীর কোর্ট বিল্ডিং এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ৬৩০ বর্গমাইল বিশিষ্ট সন্দ্বীপ ভাঙনের কারণে মাত্র ৮০ বর্গমাইলে পরিণত হয়েছে সন্দ্বীপ থেকে সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন বর্তমান ভাসানচরের দূরত্ব মাত্র দশমিক কিলোমিটার ভাসানচর জেগে ওঠার পর থেকে চট্টগ্রাম রেঞ্জের বন বিভাগ থেকে সন্দ্বীপ বন রেঞ্জের মাধ্যমে বনায়ন করা হচ্ছিল কিন্তু ভাসানচরকে নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলা তাদের ভূমি দাবি করেছে সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ করার জন্য সন্দ্বীপবাসী ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ভূমি মন্ত্রণালয় জরিপকাজ সম্পন্ন করার জন্য গত ১১ সেপ্টেম্বর আদেশ জারি করে জরিপকাজ শুরু হওয়ার আগেই গত ২১ অক্টোবর আকস্মিকভাবে সাবেক ন্যায়মস্তি ইউনিয়নকে নোয়াখালী জেলার অধীন ভাসানচর নামে থানা হিসেবে ঘোষণা করে, যেটা অনিয়মতান্ত্রিক বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা

সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক মুকতাদের আজাদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ্, সাবেক জেলা জজ মো. আবু সুফিয়ান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক পরিচালক শামছুল কবির খান প্রমুখ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন