‘যুক্তরাজ্যের পোর্টসমাউথের সিস্টার সিটি চট্টগ্রাম’

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 ভৌগোলিক সাদৃশ্যের জন্য চট্টগ্রামকে যুক্তরাজ্যের পোর্টসমাউথের সিস্টার সিটি হিসেবে আখ্যা দিয়েছেন ইউকে ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন প্রতিনিধি দলের নেতা রাজা আলী গতকাল চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ১৮ সদস্যের ইউকে প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন

রাজা আলী বলেন, বিশ্বে বাংলাদেশ আজ দ্রুতবর্ধনশীল টাইগার অর্থনীতি হিসেবে পরিচিতি পাচ্ছে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে চট্টগ্রাম পোর্টসমাউথের মধ্যে শত বছরের ব্যবসায়িক ইতিহাস ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে, যা আগামী দিনে দুই সিটির সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সম্পাদনের কথা জানান তিনি

অনুষ্ঠানে চট্টগ্রামে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দুই দেশের সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ অধিকতর বৃদ্ধি করা সম্ভব যুক্তরাজ্যের শিক্ষা, জাহাজ তৈরি, প্লাস্টিক, শিপিং, ক্যাটারিং, কনসালট্যান্সি, মেরিটাইম, ট্যুরিজম, আইটি, ফার্নিচার, প্যাকেজিং, কৃষি, ফিশারিজ খাতের উন্নতি সমৃদ্ধির প্রশংসা করে বাংলাদেশের এসব খাতে ব্রিটিশ কারিগরি বিনিয়োগ প্রত্যাশার কথা জানান তিনি

সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের পরিচালক এসএম আবু তৈয়ব, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) পরিচালক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ বক্তব্য রাখেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন