দক্ষিণ আফ্রিকায় ঘুষ কেলেঙ্কারি

এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অভিযোগ

দক্ষিণ আফ্রিকার ঘুষ কেলেঙ্কারির সঙ্গে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অব বরোদার জড়িত থাকার অভিযোগ এনেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী পিটার হেইন।

প্রেসিডেন্ট জ্যাকব জুমা দায়িত্ব পালনকালে দক্ষিণ আফ্রিকায় ওই রাষ্ট্রীয় দুর্নীতি হয়। দেশটির ঘুষ কেলেঙ্কারির সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক, করপোরেশন সরকারের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখছে একটি কমিশন।

সাবেক বর্ণবাদবিরোধী কর্মী হেইন বলেন, দক্ষিণ আফ্রিকার ঘুষ কেলেঙ্কারির সঙ্গে এসব আন্তর্জাতিক সমাজ, ব্যাংক ঋণদাতা সংস্থাগুলো জড়িত থাকার বিষয়টি লজ্জাজনক ব্যাপার। এসব প্রতিষ্ঠানগুলো নিউইয়র্ক, লন্ডন, হংকং            সাংহাইভিত্তিক বলেও জানিয়েছেন তিনি। সরাসরি না বললেও তিনি যে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড

চার্টার্ড ব্যাংক অব বরোদাকে

অভিযুক্ত করছেন, এটা তার ইঙ্গিত থেকে বোঝা যায়।

            সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন