জেএনইউ ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, বিরোধীদের নিন্দা

বণিক বার্তা ডেস্ক

 জওহরলাল নেহরু (জেএনইউ) বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া সমালোচনা করেছে ভারতের বিরোধী দলগুলো এদিকে বিক্ষোভ-সংশ্লিষ্টতায় জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিশানগার পুলিশ স্টেশনে একটি এবং লোধি কলোনি পুলিশ স্টেশনে অন্য এফআইআর দায়ের করেছে পুলিশ দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দানের অভিযোগে আপিসি ১৮৬, ৩৫৩, ৩৩২ ১৮৮ ধারায় জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে 

এদিকে লোকসভার অধিবেশনে পুলিশের দমননীতির কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় এমপিরা

ফি কমানো সমীচীন সিদ্ধান্ত হতো, কারণ বিশাল অংকের ফি দরিদ্র ছাত্রদের পক্ষে বহন করা কঠিন বলে মনে করেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় কংগ্রেস নেতা টিএন প্রথাপান বলেন, অগণতান্ত্রিকভাবে ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রদের কণ্ঠ রুদ্ধ করছে সরকার উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি

বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিরুদ্ধে পুলিশি হামলার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন ওই কংগ্রেস নেতা একই দাবির পাশাপাশি লাঠিচার্জের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মনে করেন বিএসপির এমপি কুনওয়ার দানিশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন