আফগানিস্তানে তিন জঙ্গির বদলে মুক্ত দুই পশ্চিমা জিম্মি

বণিক বার্তা ডেস্ক

 আফগান সরকারের হাতে বন্দি উচ্চপর্যায়ের তিন জঙ্গির বিনিময়ে দুই পশ্চিমা জিম্মিকে মুক্তি দিয়েছে সন্ত্রাসী সংগঠন তালেবান বিনিময় সম্পন্ন হয়েছে বলে সরকারি তালেবান সূত্র জানিয়েছে

গত সপ্তাহে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দুই পশ্চিমা জিম্মির বিনিময়ে তালেবানের তিন শীর্ষ জঙ্গিকে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন সে সময় তিনি বলেন, কঠিন হলেও মানবিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক কেভিন কিং অস্ট্রেলিয়ার টিমোথি উইকস তিন বছর আগে কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে অধ্যাপক হিসেবে কর্মরত অবস্থায় তাদের অপহরণ করে তালেবান জঙ্গিরা

এদিকে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তিন জঙ্গিকে আফগানিস্তান থেকে কাতারে পাঠানো হয়েছে এর মধ্যে জঙ্গি সংগঠন হাক্কানি গ্রুপের নেতা তহবিল সংগ্রাহক আনাস হাক্কানি এবং আরো দুই জ্যেষ্ঠ কমান্ডার রয়েছে

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুুনরায় শুরুর উদ্দেশ্যে বন্দি হস্তান্তরে সমঝোতা করা হয় বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন