‘অনেকে বিশ্বাসই করতে পারছেন না ছবিটা হাতে আঁকা’

ইউসুফ আলী শিমুল

প্রতিবেদনের প্রচ্ছদে যে ছবিটা পাঠক দেখছেন, সেটা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিভিন্ন গ্রুপে পোস্ট করে বলছেন ‘অবিশ্বাস্য আর্টওয়ার্ক’। আবার অনেকেই পাল্টা কমেন্টে ছবিটা হাতে আঁকা সেটা নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করছেন। তবে অবিশ্বাস্য মনে হলেও ছবিটা হাতেই এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী হেলাল শাহ। পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকার একটি গলির দৃশ্যায়ন এ ছবি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাৎসরিক আর্ট এক্সিবিশনে মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে। এরই সূত্র ধরে কথা হয় হেলাল শাহ’র সঙ্গে।

নওগাঁ জেলার মান্দা উপজেলার ছেলে হেলাল শাহ। আজ মঙ্গলবার তার সঙ্গে কথা বলার সময়ই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মাস্টার্সের প্রথম দিনের ক্লাস করে বেরোলেন মাত্র। জানালেন তার শুরুর কথা, ভবিষ্যত স্বপ্নের কথা। হেলাল শাহ মান্দায় স্কুল জীবন শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন রাজশাহী কলেজে। তার বড় ভাই দুলাল হোসাইন শাহ তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী। বড় ভাইয়ের আঁকাআঁকি দেখেই মূলত তার মধ্যে আঁকাআঁকির স্বপ্নের বীজ বোনে। সেই অনুপ্রেরণা থেকেই ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন