উচ্চশিক্ষা

এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী বেড়ে তিন গুণ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। তাই উচ্চশিক্ষায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে দেশটি। পিছিয়ে নেই বাংলাদেশী শিক্ষার্থীরাও। গবেষণার তথ্য বলছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী বেড়ে হয়েছে তিন গুণ।

বৈশ্বিক শিক্ষার্থী গমনের বিষয়ে প্রতি বছর ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) প্রতিবেদন তৈরিতে আর্থিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে ওপেন ডোরস ২০১৯ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ছিল হাজার ২০০ জনের বেশি। যদিও ২০০৯ সালে সংখ্যা ছিল মাত্র হাজার ৬১৯। হিসাবে গত এক দশকে দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী সংখ্যা বেড়ে তিন গুণের বেশি হয়েছে।

উচ্চশিক্ষা গ্রহণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বণিক বার্তাকে বলেন, দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাওয়া বৈশ্বিকভাবেই স্বীকৃত। জ্ঞান অন্বেষণ, আদান-প্রদানে বিশ্বের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রে। তাই দেশটিতে আমাদের দেশ থেকে শিক্ষার্থী গমনের হার বৃদ্ধির বিষয়টি খুবই ইতিবাচক।

প্রতিবেদনে বাংলাদেশী শিক্ষার্থী গমন বিষয়ে বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে হাজার ২০০ জনের বেশি বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ছিল, যা এর আগের শিক্ষাবর্ষের তুলনায় ১০ শতাংশ বেশি। অধ্যয়নরত মোট হাজার ২৪৯ জন বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে হাজার ২৭৮ জনই স্নাতক পর্যায়ের, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তুলনায় যা ১৩ দশমিক শতাংশ বেশি।

বাংলাদেশী শিক্ষার্থী বৃদ্ধির হার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর হার সবচেয়ে দ্রুত বেড়ে চলা দেশগুলোর একটি বাংলাদেশ। আর সর্বোচ্চ শিক্ষার্থী আসা ২৫টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

বাংলাদেশী শিক্ষার্থীদের পড়ার বিষয় সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয় অধ্যয়নরত প্রায় ৭৫ শতাংশ বাংলাদেশী শিক্ষার্থী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল গণিত) বিষয় নিয়ে পড়ছে। তাদের মধ্যে ৪০ দশমিক শতাংশ প্রকৌশল, ১৭ দশমিক শতাংশ গণিত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন