বিএসএফের গুলিতে শেরপুরে দুই বাংলাদেশী নিহত

বণিক বার্তা প্রতিনিধি শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল ভোরে দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। নিহতরা হলেন উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামের সুরুজ আলীর ছেলে উকিল মিয়া (২৫) একই উপজেলার মাটিকাটা এলাকার আজিজুল হক মেম্বারের ছেলে খোকন মিয়া (২৫)

স্থানীয়রা জানায়, গরুর ঘাস সংগ্রহের জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে উকিল আহত হন। সীমান্তের সিংগাবরুনা ইউনিয়নের পানবাড়ি রাবার বাগান এলাকায় আসার পর তার মৃত্যু হয়। গতকাল ভোর ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর বেলা ৩টার দিকে পানবাড়ি রাবার বাগানের কাছে মারেংপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় খোকনের মরদেহ।

কর্ণঝোড়া ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন