চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বণিক বার্তা ডেস্ক

 নোয়াখালী, নওগাঁ, বগুড়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন গতকাল রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আফানিয়া এলাকার ইন্টারম্যাক্স কারখানার সামনে দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের রফিক উল্যাহর ছেলে টিপু, দেলওয়ার হোসেনের ছেলে জাবেদ আলীপুর গ্রামের শাহ্ আলমের ছেলে হারুন অন্য আহত যুবক সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মাসুক

পুলিশ জানায়, চার যুবক একটি মোটরসাইকেলে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ির বজরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে আফানিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহী মারা যান অন্য একজনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ঘটনায় পুলিশ একুশে পরিবহনের গাড়ি ধুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি

নওগাঁ: নওগাঁয় ট্রাকচাপায় মা মেয়ে নিহত হয়েছেন ঘটনায় নিহতের স্বামী শহীদুল ইসলাম আরেক মেয়ে পারভীন আক্তার গুরুতর আহত হয়েছেন গতকাল সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় বটতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন আদুরী বেগম (২৫) তার মেয়ে শম্পা () তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ধোপাইপুর গ্রামে ঘটনায় স্থানীয়রা প্রায় ঘণ্টা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার আদুরী বেগমের মা মারা যান খবর পাওয়ার পর পরিবার নিয়ে সদর উপজেলার হাঁপানিয়া উল্লাসপুর গ্রামে বাবার বাড়ি আসেন গতকাল সকাল ৮টার দিকে তারা বাসে ওঠার জন্য ডাক্তার মোড় এলাকার নওগাঁ-রাজশাহী সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সময় নওগাঁ থেকে আসা একটি ট্রাক রাস্তার বিপরীত পাশ থেকে আসা একটি পিকআপকে পাশ কাটাতে গিয়ে তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই আদুর??

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন