১১ দফা দাবি

আবারো আন্দোলনে নামছেন পাটকল শ্রমিকরা

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 দীর্ঘদিন ধরে মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের জন্য দাবি জানিয়ে আসছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা এসব দাবি বাস্তবায়নের ব্যাপারে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও সাড়া না পেয়ে আবারো আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক নেতারা গত রোববার রাজধানীতে অবস্থিত বাংলাদেশ জুট মিল করপোরেশনের সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হয় বৈঠকসংশ্লিষ্টরা জানিয়েছেন, রূপরেখার মধ্যে ডিসেম্বর ধর্মঘট ১০ ডিসেম্বর অনশন পালনের মতো কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে

জানা গেছে, নভেম্বর রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে খুলনার খালিশপুরের পিপলস গোলচত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সারা দেশের পাটকলের সিবিএ-নন সিবিএ নেতারা উপস্থিত ছিলেন সময় ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটির টাকা প্রদানসহ ১১ দফা দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয় সময় পার হলেও দাবি বাস্তবায়নের ব্যাপারে সাড়া না পেয়ে শ্রমিক নেতারা গত রোববার ঢাকায় বৈঠক করেন বৈঠকে নতুন করে আন্দোলনে নামার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয় রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত মিলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন

ওই বৈঠকে অংশগ্রহণকারী ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাবেক সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, আন্দোলন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হয়েছে রূপরেখা অনুযায়ী ২৩ নভেম্বর সকালে খুলনাসহ দেশের সব পাটকলে গেটসভা করে একযোগে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে ভুখা মিছিলের মাধ্যমে আন্দোলন শুরু হবে ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি মিল গেটে প্রতীকী অনশন পালন করা হবে ডিসেম্বর সকাল ৬টা থেকে শুরু হবে ২৪ ঘণ্টার ধর্মঘট ধর্মঘটের সমর্থনে ডিসেম্বর বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে ডিসেম্বর বিকালে মিল গেটে সভা ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে অনশনের সমর্থনে ডিসেম্বর সব মিলে একযোগে গেট সভা এবং কর্মসূচি সফল করার শপথ নেয়া হবে অনশনে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবার স্বজনরাও অংশ নেবেন

খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি দ্বীন মোহাম্মদ বলেন, পাটকল শ্রমিকরা মজুরি না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন খালিশপুরের সভা থেকে দাবি বাস্তবায়নে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন