কুষ্টিয়া বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হবে —শিল্পমন্ত্রী

কুষ্টিয়া জেলার শিল্প চাহিদা মেটাতে স্থানীয় অগ্রাধিকার ভিত্তিতে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এর পাশাপাশি বিদ্যমান শিল্পনগরীতে উদ্যোক্তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী গতকাল কুষ্টিয়া বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে স্থানীয় শিল্পোদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে সভা আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে কোটি ২১ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শিল্পায়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি কুষ্টিয়া শিল্পনগরীর বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করতে সংশ্লিষ্ট উদ্যোক্তা শিল্পনগরী প্রশাসনের প্রতি নির্দেশনা দেন। অন্যথায় বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্ট প্লট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ স্থানীয় প্রশাসন, শিল্পোদ্যোক্তা বিআরবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন