কনসার্টে দাঁড়ানো নিয়ে চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

বণিক বার্তা প্রতিনিধি চবি

 কনসার্টে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে ঘটনার সূত্রপাত বিবদমান পক্ষ দুটি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত ঘটনায় দুজন আহত হয়েছেন আহতদের মধ্যে বাংলা বিভাগের এক সাধারণ শিক্ষার্থী রয়েছেন (নাম প্রকাশে অনিচ্ছুক) অন্যজন সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত অ্যাকাউন্টিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভাস্কর চক্রবর্তী

চবি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে কনসার্ট চলাকালে সন্ধ্যা ৬টার দিকে সামনে দাঁড়ানো নিয়ে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারীরা সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী তনয় নামে এক কর্মীকে মারধর করেন শহীদ আবদুর রব হল থেকে সভাপতির অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে বের হতে চাইলে সিনিয়র নেতাকর্মীরা বাধা দেন পরে আবাসিক হলটিতে সাধারণ সম্পাদকের অনুসারীদের কয়েকটি কক্ষ ভাংচুর করা হয় সময় ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক কনসার্টের মঞ্চে উঠে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানালে, পরিবেশ স্বাভাবিক হয় এবং কনসার্ট চলতে থাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে সাধারণ সম্পাদকের অনুসারী অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী ভাস্কর চক্রবর্তীকে মারধর করেন সভাপতির অনুসারীরা নিয়ে দুই পক্ষে আবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এরপর সাধারণ সম্পাদকের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এসে প্রতিপক্ষ সন্দেহে বাংলা বিভাগের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেন

প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, অনেক বড় কনসার্টে ভুল বোঝাবুঝির কারণে একটু ধাক্কাধাক্কি হয়েছিল আমরা বিষয়টি প্রথমে সমাধান করে ফেলি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন