আবারো নিষিদ্ধ হতে যাচ্ছেন শাহাদাত!

ক্রীড়া প্রতিবেদক

 সতীর্থকে পিটিয়ে জাতীয় লিগ থেকে বহিষ্কার হয়েছেন পেসার শাহাদাত হোসেন তবে এতটুকুতেই হয়তো ছাড় পাচ্ছেন না পেসার, পড়তে পারেন বড় ধরনের শাস্তির মুখে বিসিবির ধারা অনুযায়ী লেভেল -এর অপরাধ করেছেন শাহাদাত যেখানে শাস্তি হিসেবে শাহাদাতের জুটতে পারে এক বছরের নিষেধাজ্ঞা সে সঙ্গে দিতে হতে পারে বড় অংকের জরিমানাও বিসিবির পক্ষ থেকেও বিষয়ে কোনো ধরনের ছাড় না দেয়ার কথা বলা হয়েছে

জাতীয় লিগে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলছিলেন শাহাদাত সেখানে শাহাদাত সতীর্থ আরাফাত সানীকে (জুনিয়র) বলেছিলেন বল শাইন করে দিতে সানী অস্বীকৃতি জানালে  ঘটনার একপর্যায়ে গায়ে হাত তোলেন তিনি যার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শাহাদাতকে জাতীয় লিগের ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে এরই মধ্যে ম্যাচ রেফারি আখতার আহমেদও তার প্রতিবেদন জমা দিয়েছেন সেখানেও শাহাদাতের অপরাধকে লেভেল -এর অপরাধ বলে উল্লেখ করা হয়েছে এখন এনসিএল ট্যাকনিকাল কমিটিই শাহাদাতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চূড়ান্ত সিদ্ধান্তটি জানা যাবে আজ এদিকে ঘটনার ব্যাপারে জানতে চাইলে বিসিবির এক পরিচালক বণিক বার্তাকে বলেন, বিষয়টি ডিসিপ্লিনারি কমিটি দেখবে ম্যাচ রেফারির রিপোর্টও আছে এখানে লুকোচুরির কিছু নেই আচরণবিধি অনুযায়ী যে লেভেলে পড়ে এবং যে শাস্তি পাওয়ার কথা, সেটাই দেয়া হবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন শাহাদাত

উল্লেখ্য, এর আগে নিজ বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় জেলে যেতে হয়েছিল শাহাদাতকে সে সময় বিসিবির পক্ষ থেকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধও করা হয় তাকে তবে পরে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে ফের ক্রিকেটে ফেরার সুযোগ পান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন