শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গোতাবায়া রাজাপাকসে

বণিক বার্তা ডেস্ক

 নির্বাচনে জয় পাওয়ার একদিন পর গতকাল শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন গোতাবায়া রাজাপাকসে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির অনুরাধাপুরা শহরে বৌদ্ধমন্দিরে শপথ বাক্য পাঠ করেন তিনি খবর রয়টার্স, আল জাজিরা

প্রাচীনতম শহরটিতে গোতাবায়া রাজাপাকসেকে শপথ বাক্য পাঠ করান শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া শপথ গ্রহণের পর পরই জাতীয় নিরাপত্তা রক্ষাকে অগ্রাধিকার বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজাপাকসে এছাড়া সংখ্যালঘু তামিল মুসলিমদেরও তাকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য, শ্রীলংকার কোটি ২০ লাখ জনগোষ্ঠীর প্রায় ২০ শতাংশ তামিল মুসলিম

রাজাপাকসে প্রথম অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যিনি শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন শপথ অনুষ্ঠানের ভাষণে রাজাপাকসে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেছেন

৭০ বছর বয়সী গোতাবায়া শ্রীলংকার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য সিংহলিজ-বুড্ডিস্ট ন্যাশনালিস্ট পার্টি থেকে জয় পাওয়া গোতাবায়া রাজাপাকসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই

উল্লেখ্য, শ্রীলংকার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরেই তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন