ভারতীয় মেহেদি ও সজনে গুঁড়ো আমদানি করতে চায় চীন

ভারতীয় গুঁড়ো মেহেদি, মরিচ, মূল্য-সংযোজিত চা মোরিঙ্গা (সজনে) গুঁড়ো নিয়ে আগ্রহ বাড়তে দেখা গেছে দেশটির দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার চীনের। ফলে ভারত থেকে এসব কৃষিপণ্য আমদানি করতে চায় এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি।

সম্প্রতি সাংহাইয়ের একটি আমদানি মেলায় চীনা আমদানিকারকদের মধ্যে এসব মূল্য-সংযোজিত কৃষিপণ্য সম্পর্কে জানার বিশেষ আগ্রহ দেখা গেছে। এমনকি -১০ নভেম্বর অনুষ্ঠিত চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো থেকে লাখ ডলারের বেশি ক্রয়াদেশ পেয়েছে তামিলনাড়ুভিত্তিক একটি গুঁড়ো মেহেদি রফতানিকারক কর্মকর্তা।

এক কর্মকর্তা জানান, আমদানিকারকরা ভেষজ ব্যবহারের জন্য সজনে গুঁড়ো, মরিচ মূল্য-সংযোজিত চা টি স্টিক সম্পর্কে বিশেষভাবে জানতে চেয়েছেন। এরই মধ্যে কয়েক লাখ ডলারের ক্রয়াদেশও পাওয়া গেছে। তিনি আরো জানান, চীনে অর্গানিক পণ্যের বিশাল চাহিদা রয়েছে। যে কারণে তারা আমাদের কাছে এসব কৃষিপণ্যের অর্গানিক সার্টিফিকেট চেয়েছে।

            সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন