আজ থেকে আইডিএলসি নাট্যোৎসব

ফিচার প্রতিবেদক

তারুণ্যের জয়গানে আসুন আনন্দ মঞ্চেস্লোগানকে প্রতিপাদ্য হিসেবে ধরে আজ বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছেআইডিএলসি নাট্যোৎসব ২০১৯ দ্বিতীয়বারের মতো পাঁচ দিনব্যাপী আয়োজনের ইতি ঘটবে ২৩ নভেম্বর।

এবারের আয়োজনে দেশের স্বনামধন্য ১০টি নাট্যদল ১০টি নির্ধারিত নাটক পরিবেশন করবে। যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যদল, নাট্যচক্র, তাড়ুয়া, ঢাকা পদাতিক নাট্য সংসদ, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, সময় নাট্যদল, ঢাকা থিয়েটার, আরশি নগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার নাগরিক নাট্যাঙ্গন।

উল্লেখ্য, এবারের নাট্যোৎসবের প্রথম দিনেরসপুরানভদ্দরনোক’, দ্বিতীয় দিনেলেট মে আউটগওহর বাদশা বানেসা পরী’, তৃতীয় দিনেপাইচো চোরের কিচ্ছাচম্পাবতী’, চতুর্থ দিনেভাগের মানুষধাবমানএবং পঞ্চম দিনেরাহুচণ্ডালীর হাড়পায়ের আওয়াজ পাওয়া যায়নাটকের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন