বরিশালে ময়দার দাম বস্তায় বেড়েছে ৩৫০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

সারা দেশে ভোগ্যপণ্যের বাজার এখন অস্থিতিশীল রয়েছে। মসলাজাতীয় পণ্য পেঁয়াজ থেকে শুরু করে চাল অন্যান্য ভোগ্যপণ্যের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার বরিশালে বস্তাপ্রতি ময়দার দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩৫০ টাকা পর্যন্ত। ভোগ্যপণ্যের এমন লাগামহীন বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।

গতকাল বরিশালে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার নগরীর ফড়িয়াপট্টির আড়তগুলোয় খোঁজ নিয়ে দেখা যায়, পাইকারিতে প্রতি বস্তা (৪০ কেজি) ময়দা বিক্রি হচ্ছে হাজার ৯০০ টাকায়, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে হাজার ৬৫০ টাকায়। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩৫০ টাকা।

প্রতি বস্তা ময়দা (৪০ কেজি) পাইকারি হিসেবে বিক্রি হয়েছে হাজার ৯০০ টাকা দরে। গত সপ্তাহে বস্তাপ্রতি ময়দা বিক্রি চলেছে হাজার ৬৫০ টাকা করে। হুট করে কেন দাম বাড়ল এর কোনো সঠিক কারণ দেখাননি তিনি। একই ধরনের তথ্য পাওয়া গেছে ফড়িয়াপট্টির একাধিক আড়তে। সময় একাধিক আড়তদারের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। কিন্তু হঠাৎ দাম বাড়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কেউ।

এদিকে পাইকারিতে দাম বাড়ার ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। নগরীর চৌমাথা বাজার, বটতলা বাজার, কাশিপুর বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়েও ময়দার দাম বেড়েছে। নগরীর নবগ্রাম সড়কের মুদি দোকানি রাজ্জাক বলেন, এক সপ্তাহ থেকে ময়দার দাম বাড়তি। বর্তমানে প্রতি কেজি প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে। তবে খুচরা ময়দা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন