ভারতে ব্যবসা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে —ভোডাফোন সিইও নিক রিড

বণিক বার্তা ডেস্ক

ভারতের টেলিযোগাযোগ বাজারে তীব্রমূল্যযুদ্ধেরকারণে ভোডাফোনের স্থানীয় যৌথ উদ্যোগের মূল্য শূন্যের কোটায় দাঁড়াচ্ছে বলে ভোডাফোন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিড জানিয়েছেন।

বিবৃতিতে নিক রিড ইঙ্গিত দিয়েছেন, তারা ভারতে ব্যবসা গুটিয়ে নেয়ার পক্ষপাতী, যদি না ভারত সরকার মোবাইল স্পেকট্রাম ফিতে ভোডাফোন-আইডিয়া লিমিটেডকে ছাড় দেয়।

২০১৮ সালের জুনে ভোডাফোন-আইডিয়া লিমিটেডেরবুক ভ্যালুছিল ২০০ কোটি ইউরো বা প্রায় ১৫ হাজার ৮০০ কোটি রুপি, যা চলতি বছরের মে মাসে এসে ১৫০ কোটি ইউরো বা ১১ হাজার ৮০০ কোটি রুপিতে দাঁড়ায়।

ভোডাফোন গ্রুপের আর্থিক খতিয়ান অনুযায়ী, প্রতিষ্ঠানটির ক্ষতির সিংহভাগ হচ্ছে ভারতের বাজার থেকে। ভোডাফোন-আইডিয়া লিমিটেডের ক্ষতিপূরণে ভোডাফোন গ্রুপের কোনো আপত্তি নেই। তবে এর দুটি দিক রয়েছে। একটি কার্যক্রমসংক্রান্ত, অন্যটি এজিআর নিয়ে আদালতের রায়সংক্রান্ত। এজিআরের কারণে ভোডোফোন-আইডিয়ার মূল্য শূন্যের কোটায় দাঁড়াচ্ছে।

নিক রিড বলেন, ভোডাফোন-আইডিয়ার আর্থিক পরিস্থিতি যা, তাতে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা ভাবতে হবে, যদি না সরকার ছাড় দেয়। ভারতের টেলিযোগাযোগ খাতে অন্যতম বৃহৎ বিদেশী বিনিয়োগকারী ভোডাফোন গ্রুপ, যা দেশটিতে নতুন করে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন