আড়াই হাজার কোটি টাকার আট ক্রয় প্রস্তাব

পায়রা সেতু নির্মাণ প্রকল্পে ক্রয় কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর ১ হাজার ১৭০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এটিসহ মোট আট ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে, যাতে ব্যয় হবে ২ হাজার ৪৫৬ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক সম্পর্কে জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রস্তাব ছিল, যা অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্যের পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ১৭০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকা।

আবদুর রাজ্জাক বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে গম আমদানির নির্ধারিত লক্ষ্য অর্জনে প্যাকেজ-২-এর আওতায় ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি টন ২৬৮ দশমিক ১৪ ডলার দরে আমদানি করা হবে ৫০ হাজার টন গম।

গতকালের বৈঠকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটিতে ব্যয় হবে ১৭২ কোটি ১৭ লাখ টাকা।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাস্তবায়নাধীনলার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পেও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ প্রকল্পে ব্যয় হবে ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। আরচাঁপাইনবাবগঞ্জ জেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের দরপত্রের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৪৬ কোটি ১০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন