চট্টগ্রামে ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ের কার্যক্রম শুরু

চট্টগ্রামে জুবিলি রোড এলাকায় নিজস্ব কার্যালয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন (ওফা) চট্টগ্রাম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ১ নভেম্বর অনুষ্ঠিত ওফার নির্বাচনে চট্টগ্রাম চ্যাপটারের নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম মজুমদার (১৬তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক ইমরান খান (৩৬তম ব্যাচ) দায়িত্ব গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত প্রাক্তন ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিজিবির বিদায়ী সেক্রেটারি জেনারেল কিশোয়ার ইমদাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওফার বিদায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান হেলাল মোখলেস আলম (১১তম ব্যাচ) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক শিকদার, কর্নেল (অব.) সালাহউদ্দিন বীর প্রতীক (চতুর্থ ব্যাচ), অধ্যাপক  হায়াত হোসেন (চতুর্থ ব্যাচ), কামাল হায়াত (চতুর্থ ব্যাচ), নিজাম সেলিম (নবম ব্যাচ), ঢাকা চ্যাপটারের সভাপতি ইসা মইনুদ্দিনসহ (২৯তম ব্যাচ) আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন ওফার সবসময়কার শুভাকাঙ্ক্ষী পেডরোলো এনকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  নাদের খান।

ওফা চট্টগ্রাম চ্যাপটারের নবনির্বাচিত নতুন কমিটিতে (২০১৯-২১) সহসভাপতি এম ইশাক চৌধুরী (১৭তম ব্যাচ) ও গোলাম মোহাম্মদ তৈয়ব আলী (৩৫তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শোভন (৩৯তম ব্যাচ), কোষাধ্যক্ষ ইমতিয়াজ আলম (৩৭তম ব্যাচ), ক্রীড়া ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী (৩৪তম ব্যাচ), সাংগঠনিক ও প্রচার সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী (৪৮তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্যপদে একেএম হারুনুর রশীদ (৩০তম ব্যাচ), আসিফ ইকবাল পলাশ (৪০তম ব্যাচ) ও মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী (৪৫তম ব্যাচ) নির্বাচিত হন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন