ইউকাটানের সঙ্গে বাণিজ্য জোরদার আসিয়ানের

বণিক বার্তা ডেস্ক

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) মেক্সিকো কমিটি দেশটির ইউকাটান রাজ্যের সঙ্গে একটি বাণিজ্য ফোরাম গঠনে সম্মত হয়েছে। ১৫ নভেম্বরের সম্মেলনটি অনুষ্ঠিত হয় রাজ্যটির মেরিদা শহরে।

খানেক ব্যবসা প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে ইউকাটান রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন শ্রম সেক্রেটারি আর্নেস্তু হেরেরা নোভেলো বলেন, ইউকাটান আসিয়ান সদস্যদের মধ্যে বাণিজ্য চাঙ্গা করতে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফোরাম গঠনের ফলে আমরা আসিয়ানভুক্ত দেশগুলোর বাজার সম্পর্কে তথ্য জানতে পারব। প্রসঙ্গত, চুক্তিটি ইউকাটান রাজ্যের সঙ্গে হলেও সাধারণভাবে তা মেক্সিকোর জন্যও প্রযোজ্য হবে।

একই সম্মেলনে মেক্সিকোয় নিয়োজিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত চ্যাপি ত্রি প্র্যাকোসো ওয়ার্টুনোও আসিয়ান এবং ইউকাটান মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ফোরাম গঠনের ওপর বেশ গুরুত্বারোপ করেছেন। বিশেষত ফোরাম উভয় পক্ষের কৃষি, ম্যানুফ্যাকচারিং শিল্প, তথ্য-প্রযুক্তি, বিনিয়োগ, শিক্ষা পর্যটন খাতের জন্য কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন