আনসার আল ইসলামের ছয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সাতক্ষীরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাবের বিশেষ অভিযানে তাদের গ্রেফতারের পর গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।

কারওয়ান বাজারে র‌্যাবের গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), ইলিয়াস হওলাদার ওরফে খাত্তাব (৩২), ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা (২১), আমীর হোসাইন (২৬), শিপন মীর ওরফে আব্দুর রব (৩৩) মাওলানা ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫) নামে আনসার আল ইসলামের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রাজধানীর উত্তরা সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌহিদী জনতার আর্তনাদ নামে একটি পেজে সংগঠন পরিচালনাসহ বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন। এমনকি বিভিন্ন ইস্যুতে সরকারকে উদ্দেশ করে উসকানিমূলক স্ট্যাটাসও দিতেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তক, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন