নাটোরে ৫ টন ধারণক্ষমতার গুদাম উদ্বোধন

তবু ৩৭ হাজার টন সারের স্থান সংকট

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 প্রত্যেক মৌসুমে নাটোর জেলায় বিভিন্ন ফল-ফসল আবাদের জন্য ৫০ হাজার টন সারের প্রয়োজন কিন্তু জেলার দুটি সার গুদামের ধারণক্ষমতা ১৩ হাজার টন বাকি সার খোলা আকাশের নিচে রাখতে হয় কর্তৃপক্ষকে এতে অনেক সময় গুণগত মান নষ্ট হয়

এদিকে সহজেই কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিতে পাঁচ হাজার টন ধারণক্ষমতার একটি গুদামের উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে নাটোর বিএডিসি বিসিআইসি সার ডিলারের আয়োজনে স্থানীয় চকবৈদ্যনাথে নবনির্মিত সার গোডাউনের উদ্বোধন করেন নাটোর- আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এছাড়া নাটোরের চকবৈদ্যনাথের বিসিআইসির সার গুদামের ধারণক্ষমতা আট হাজার টন নতুন সার গুদামের উদ্বোধনের ফলে এখন থেকে দুটি গুদামে ১৩ হাজার টন সার সংরক্ষণ করা যাবে

যদিও কর্মকর্তাদের দাবি, প্রতিটি গুদামে ধারণক্ষমতার বেশি সার সংরক্ষণ করা যায় এর মধ্যে বিসিআইসির আট হাজার টন ধারণক্ষমতার গুদামে ১৫ থেকে ১৬ হাজার টন পাঁচ হাজার ধারণক্ষমতার গুদামে সাত থেকে আট হাজার টন সার সংরক্ষণ করা যাবে

নাটোর বাফার গুদাম সূত্রে জানা গেছে, প্রত্যেক মৌসুমে নাটোর জেলায় সারের চাহিদা রয়েছে ৫০ হাজার টন এই চাহিদার বিপরীতে নাটোরের চকবৈদ্যনাথের বিসিআইসির গোডাউনে সংরক্ষণ করা যায় ১৫ থেকে ১৬ হাজার টন সার বাকিটা আশপাশের জেলা খোলা আকাশের নিচে গুদামজাত করে কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে সার মজুদ করে রাখার ফলে অনেক সময় রোদ-বৃষ্টির কারণে সারের গুণগত মান নষ্ট হয়

জেলার সার ডিলাররা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কোটি ৮০ লাখ টাকায় পাঁচ হাজার টন ধারণক্ষমতার আরো একটি সার গুদাম নির্মাণ করেছে এতে করে কিছুটা হলেও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন তারা

নাটোর বাফার সার গুদামের ডিলার জেলা সার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলফাজুল আলম বলেন, জেলায় মোট ৮০ জন ডিলার সার উত্তোলন করেন বিএডিসির তালিকাভুক্ত ডিলারদের আগে সিরাজগঞ্জ থেকে সার তুলতে হতো কিন্তু নাটোরে গোডাউনটি নির্মাণ হওয়ার কারণে আর সিরাজগঞ্জ থেকে সার উত্তোলন করা লাগবে না এতে পরিবহন খরচও কমে আসবে পাশাপাশি খুব সহজেই সার পাবেন কৃষকরা 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, বিএডিসির নতুন সার গুদামটি নির্মাণ হওয়ার ফলে সহজেই কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন