দুবলার চর থেকে অপহূত ১০ শ্রমিক উদ্ধার, আটক ১

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট ও খুলনা

 সুন্দরবনের দুবলার চর থেকে অপহূত ১০ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড গত শুক্রবার রাত ১২ টার দিকে দুবলার মাঝেরকেল্লা চর থেকে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন ঘটনায় অপহরণকারীকে আটক করা হয়েছে

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন কিশোরগঞ্জের বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. আক্তার, চাঁদপুরের হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হূদয়, তারাকান্দ থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জের মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালীর সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রামের কোতোয়ালি থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ তাদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে

এছাড়া আটককৃতের নাম মো. নুরুল হক ওরফে লেদু মিয়া তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে

বিষয়টি নিশ্চিত করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, লেদু মিয়া উদ্ধার হওয়া শ্রমিকদের দেশের বিভিন্ন স্থান থেকে কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন পরে তাদের দুবলার চরে আটকে রেখে কাজে বাধ্য করান উদ্ধারকৃত শ্রমিকরা দুবলার মাঝেরকেল্লা চরে শুঁটকি তৈরির কাজ করছিলেন উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে একজন সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের সময় বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন পরে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন দুবলা টহল টিম গত শুক্রবার রাত ১২টার দিকে ওই চর থেকে ১০ শ্রমিককে উদ্ধার করে সময় মো. নুরুল হক ওরফে লেদু মিয়া নামে এক অপহরণকারীকে আটক করেন অভিযানকারীরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন