জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিক্ষোভ ইরানে

বণিক বার্তা ডেস্ক

 সরকার কর্তৃক হঠাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধি রেশন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতিতে যে চাপ পড়েছে, তার প্রভাব কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রকম ব্যবস্থা গ্রহণ করেছিল উপসাগরীয় দেশটি খবর আল জাজিরা

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনা বলছে, শুক্রবার রাতে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে মধ্য ইরানের সিরজান শহরে সেখানে বিক্ষোভকারীরা শহরের জ্বালানি মজুদ ওয়্যারহাউজে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশি বাধার মুখে বড় ধরনের ভাংচুর ক্ষয়ক্ষতি করতে পারেনি বিক্ষোভকারীরা

ইরনা বলছে, বিচ্ছিন্নভাবে আবাদান, আহভাজ, বন্দর আব্বাস, বিরজান্দ গাচসারান, খোরামশহর, মহাশহর, মাশহাদ শিরাজেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হয় বেশির ভাগ ক্ষেত্রেই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা বিক্ষোভ করে তবে মধ্যরাত নাগাদ তা শেষ হয়ে যায়

রাতের বিক্ষোভের জেরে শনিবারও ইরানের বিভিন্ন শহরে ছোটখাটো বিক্ষোভ হয় বলে জানান আল জাজিরার তেহরান প্রতিনিধি দোরসা জাব্বারি তিনি বলেন, ইরানিরা এখনো বেশ ক্ষুব্ধ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন