রফতানি বন্ধের কারণে কাঁচাপাট ব্যবসায় ধস নেমেছে —বিজেএ সভাপতি

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

বারবার কাঁচাপাট রফতানি বন্ধের সিদ্ধান্তের কারণেই ব্যবসায় ধস নেমেছে। গতকাল নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ে আফজাল হোসেন মিলনায়তনে ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে একথা বলেন সংগঠনের চেয়ারম্যান শেখ সাঈদ আলী।

তিনি বলেন, দেশে কাঁচাপাট উৎপাদন হয় ৭০ থেকে ৮০ লাখ বেল। জুট স্পিনিং কারখানাগুলোতে প্রয়োজন হয় ৪০-৫০ লাখ বেল। অথচ একটি চক্র বারবার সরকারকে ভুল বুঝিয়ে পাট রফতানি বন্ধ করার কারণে অনেক পাট ব্যবসায়ী হারিয়ে গেছে। সরকার পাঁচবার কাঁচাপাট রফতানি বন্ধ ঘোষণা দেয়। এতে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে পড়েছে।

নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বর্তমান কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন, পরিচালক মো. লিয়াকত হোসেন, এফএম সাইফুজ্জামান, মো. নুরুল ইসলাম বাবুল, শেখ দাউদ হায়দার, টিপু সুলতান, জাহিদুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম পিয়াস, শেখ কাউসার আলী, শেখ শহিদুল ইসলাম, আব্দুস সোবহান শরীফ, তোফাজ্জল হোসেন, নুরুল হোসেন, খন্দকার আলমগীর কবির, শেখ রুহুল আমিন, এসএম হাফিজুর রহমান প্রমুখ। সভায় দেশের বিভিন্ন জেলার পাট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন