যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন কমতে পারে ৭.৪%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর শেষে যুক্তরাষ্ট্র মোট ৬৯ কোটি ৭৯ লাখ স্টোন ( স্টোনে .৩৫০২৯৩১৮ কেজি) কয়লা উত্তোলন করতে পারে, যা গত বছরের তুলনায় দশমিক শতাংশ কম। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

ইআইএর প্রতিবেদন অনুযায়ী, আগের বছরে দেশটি মোট ৭৫ কোটি ৩৭ লাখ স্টোন কয়লা উত্তোলন করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমতে পারে কোটি ৫৮ লাখ স্টোন।

এদিকে চলতি বছরে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন ইআইএর প্রাক্কলনের মধ্যে থাকলে তা হবে ১৯৭৮ সালের পর দেশটির সর্বনিম্ন উত্তোলন। ওই সময়ে দেশটি মোট ৬৭ কোটি লাখ ৬০ হাজার স্টোন কয়লা উত্তোলন করেছিল। এছাড়া ২০২১ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে খনিজ পণ্যটির উত্তোলন আরো কমে ৬০ কোটি ৭১ লাখ স্টোনে নামবে বলে পূর্বাভাস করেছে প্রতিষ্ঠানটি।

মূলত যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কয়লার চাহিদা কমছে, যার প্রভাব পড়ছে উত্তোলনে। চলতি বছর দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতে জ্বালানি পণ্যটির ব্যবহার দাঁড়াতে পারে সাকল্যে ৫৫ কোটি ৮৩ লাখ স্টোন। আগামী বছরে ব্যবহারের পরিমাণ আরো কমে ৪৮ কোটি ৮৯ লাখ স্টোনে নামবে। গত বছর খাতে দেশটি মোট ৬৩ কোটি ৬৫ লাখ স্টোন কয়লা ব্যবহার করেছিল।

অর্থাৎ বছরে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের ২৫ শতাংশ আসবে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে। আগামী বছর এর শেয়ার আরো কমে দাঁড়াবে ২২ শতাংশে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মোট উৎপাদিত বিদ্যুতের ২৭ দশমিক শতাংশ এসেছিল কয়লাচালিত কেন্দ্র থেকে।

ইআইএ বলছে, সময়ে যুক্তরাষ্ট্রে কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়বে। চলতি বছর দেশটির ৩৭ শতাংশ বিদ্যুৎ আসবে প্রাকৃতিক গ্যাস  থেকে। আগামী বছর খাতে জ্বালানিটির শেয়ার আরো বেড়ে ৩৮ শতাংশে উন্নীত হবে। গত বছর দেশটিতে উৎপাদিত মোট বিদ্যুতের ৩৫ দশমিক শতাংশ এসেছিল প্রাকৃতিক গ্যাস থেকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ী জ্বালানি। এছাড়া দেশটিতে ড্রাই গ্যাসের উত্তোলন রেকর্ড বেড়েছে। সব মিলিয়ে জ্বালানিটির ব্যবহার ক্রমেই বাড়ছে। এবার দেশটি মোট হাজার ২১২ কোটি ঘনফুট ড্রাই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছে। আগামীতেও জ্বালানিটি উত্তোলনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে দেশটি।

এদিকে চলতি বছরে দেশটি থেকে কয়লা রফতানিতেও মন্দা ভাব বজায় থাকতে পারে। এবার দেশটি সব মিলিয়ে কোটি ৩০ লাখ স্টোন কয়লা রফতানি করতে পারে। আগামী বছর জ্বালানি পণ্যটি রফতানি আরো কমে কোটি ৩৫ লাখ স্টোনে নামতে পারে। গত বছর যুক্তরাষ্ট্র মোট ১১ কোটি ৫৬ লাখ স্টোন কয়লা রফতানি করেছিল, যা ছিল ২০১২ সালের পর দেশটির সর্বনিম্ন রফতানি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন