ইউরোপে চীনের আদা রফতানি গতি পাচ্ছে

বণিক বার্তা ডেস্ক

ইউরোপে ফের গতি পাচ্ছে চীনের আদা রফতানি। বছরের প্রথমার্ধে অঞ্চলে বেইজিংয়ের আদা খুব একটা আসর জমাতে পারেনি। সম্প্রতি সংকট কাটিয়ে ইউরোপের বাজারে চীনা মসলাপণ্যটি রফতানি ফের বাড়তে শুরু করেছে। খবর ফ্রেশ প্লাজা।

এবার আদার মৌসুমে দেশটিতে অসময়ের বৃষ্টি বন্যা দেখা দেয়। এতে মসলাপণ্যটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। গত বছরের তুলনায় এবার চীনে পণ্যটির উৎপাদন ২০ শতাংশ কমেছে। এছাড়া উৎপাদিত আদা হয়েছে নিম্নমানের, যা রফতানির অযোগ্য। এরপর আবার দেশটির অভ্যন্তরীণ বাজারে দাম ঊর্ধ্বমুখী থাকায় পণ্যটির রফতানি মূল্যও বেড়েছে।

সুযোগে ইউরোপের বাজার দখল নেয় পেরু ব্রাজিলের আদা। এবার আগের বছরের তুলনায় ইউরোপের বাজারে দেশ দুটির আদা রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকা থেকে আগত সতেজ আদার কারণে ইউরোপের বাজারে চীনা মসলাটির ওপর তাত্ক্ষণিক প্রভাব পড়ে।

চীনা প্রতিষ্ঠান কিংডাউ -বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং কো. লিমিটেডের কর্মকর্তা মি. পার্সন ঝু বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় চীনা আদার দাম বেশি নিম্নমানের হওয়ায় বছরের প্রথমার্ধে ইউরোপের বাজারে মসলাটির বিক্রি কমে যায়। তবে অক্টোবর থেকে অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে।

তিনি বলেন, নতুন আদা উঠলে রফতানি আরো বাড়তে পারে। আগামী ২০ ডিসেম্বরের পর থেকে নতুন আদা রফতানি সম্ভব হবে। চীনের বাজারে বর্তমানে প্রতি টন আদার দাম হাজার ৮০০ মার্কিন ডলারের কাছাকাছি রয়েছে এবং দাম এখনো বাড়তির দিকেই এগোচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন