ইউক্রেনের খাদ্যশস্য রফতানি ১ কোটি টন ছাড়িয়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জুলাই থেকে ইউক্রেনে শুরু হয়েছে খাদ্যশস্যের বিপণন মৌসুম। সময় থেকে এখন পর্যন্ত দেশটির খাদ্যশস্য রফতানি এক কোটি টন ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। ইউক্রেনের ফুড সেফটি অ্যান্ড কনজিউমার প্রটেকশনের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর ইউক্রেনফরম।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশটি থেকে ৬১ লাখ টন গম রফতানি হয়েছে। এর মধ্যে ৪৩ লাখ টন আটা তৈরির জন্য এবং ১৮ লাখ টন পশুখাদ্য হিসেবে ব্যবহার করা গম রয়েছে। এছাড়া ২২ লাখ টন যব, ১৭ লাখ টন ভুট্টাও রফতানি হয়েছে।

গত বছরের একই সময়ে দেশটি থেকে খাদ্যশস্যের রফতানির পরিমাণ ছিল ৬৮ লাখ টন। এর মধ্যে ৩৭ লাখ টন গম, ১৬ লাখ টন যব ১৩ লাখ টন ভুট্টা ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন