অক্টোবরে ভারতের বাণিজ্য ঘাটতি ১১০০ কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

গত অক্টোবরে ভারতের পণ্য রফতানি দশমিক ১০ শতাংশ হ্রাস পেয়েছে। নিয়ে টানা তৃতীয় মাসের মতো রফতানি হ্রাস পেল। অন্যদিকে আমদানি হ্রাস পেয়েছে ১৬ দশমিক ৩০ শতাংশ, যা টানা পঞ্চম মাসের মতো হ্রাস পেয়েছে। এতে দেশটির বাণিজ্য ঘাটতি হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর লাইভমিন্ট।

মুক্তা, গহনা, রাসায়নিক, প্রযুক্তি পণ্য ফার্মাসিউটিক্যালস পণ্যের মতো বৃহৎ রফতানি আইটেমের রফতানি বেড়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা শ্লথগতির বৈশ্বিক অর্থনীতির কারণে ২০১৯ ২০২০ সালের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ২০১৯ সালে বৈশ্বিক পণ্য বাণিজ্য বেড়েছে মাত্র দশমিক ২০ শতাংশ, যেখানে গত এপ্রিলে দশমিক ৬০ শতাংশ বাণিজ্যের পূর্বাভাস দেয়া হয়েছিল। ভারতের ৩০টি প্রধান আমদানি রফতানি পণ্যের মধ্যে ১৮টি রফতানি ২২টি আমদানি পণ্যের বাণিজ্য সংকুচিত হয়েছে।

২০২০ সালে দশমিক ৭০ শতাংশ পণ্যদ্রব্য বাণিজ্য বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে, এর আগে যেখানে শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন