ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ

নাইজেরিয়ায় ৭ কোটি ডলার বিনিয়োগ এয়ারটেলের

বণিক বার্তা ডেস্ক

মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেলের বড় একটি বাজার আফ্রিকা। বিশেষত আফ্রিকার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ নাইজেরিয়ার টেলিকম খাতে অল্প সময়ের মধ্যে নিজেদের অবস্থান পোক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার দেশটির টেলিকম খাতে কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে এয়ারটেল। অর্থ নাইজেরিয়াজুড়ে ৪জি নেটওয়ার্কের বিকাশে ব্যবহার করা হবে। খবর টোটাল টেলিকম।

টেলিটকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়ার টেলিকম খাত দ্রুত বিকাশ লাভ করছে। মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে সেলফোন। বাড়ছে ইন্টারনেটের ব্যবহারও। ক্রমবর্ধমান বাজারে ৪জি নেটওয়ার্কের বিকাশে এলটিই কভারেজ বিস্তৃত করতে আগ্রহী এয়ারটেল। এজন্য নাইজেরিয়ার টেলিকম খাতে কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নেয়া হয়েছে। অর্থ দিয়ে নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ৪জি নেটওয়ার্ক ছড়িয়ে দেয়া হবে। একই সঙ্গে ১০ মেগাহার্টজ তরঙ্গপ্রবাহের লাইসেন্স নেয়া হবে।

বিষয়ে এয়ারটেল আফ্রিকার সিইও রঘুনাথ মান্দাভা বলেন, নাইজেরিয়া তথা আফ্রিকার বাজারে প্রবৃদ্ধি অর্জনের পথে ইন্টারনেট ডাটার ব্যবহার বাড়ানো আমাদের বড় একটি ব্যবসায়িক কৌশল। কৌশল বাস্তবায়নে ৪জি নেটওয়ার্ক বিস্তারে বিনিয়োগের পরিকল্পনা এয়ারটেলকে একধাপ এগিয়ে দেবে। বিশেষত আফ্রিকানদের মধ্যে স্মার্টফোনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা আমাদের বিনিয়োগে উৎসাহিত করেছে।

তিনি জানান, স্মার্টফোন ইন্টারনেট ডাটার ব্যবহার বৃদ্ধিতে নাইজেরিয়া বিশ্বব্যাপী নজর কেড়েছে। চলতি বছরের দ্বিতীয় তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-সেপ্টেম্বর) দেশটিতে স্মার্টফোন ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে সময় দেশটিতে ইন্টারনেট ডাটা ব্যবহারে ৯২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। পরিস্থিতির কারণে নাইজেরিয়াকে বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে টেলিকম কোম্পানিগুলো।

উল্লেখ্য, নাইজেরিয়াসহ মহাদেশটির ১৪টি দেশে কার্যক্রম পরিচালনা করে এয়ারটেল আফ্রিকা। আফ্রিকায় প্রতিষ্ঠানটির ১০ কোটি গ্রাহক রয়েছেন। লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি এয়ারটেল আফ্রিকা চলতি বছরের শুরুতে আইপিও ছাড়ার মাধ্যমে ৭৫ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন