বাজারে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্স

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চীনের বাজারে ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্স ছেড়েছে হুয়াওয়ে। শুক্রবার প্রতিষ্ঠানটির অনলাইন স্টোরে ছাড়ার কয়েক মিনিটের মধ্যে মেট এক্স মডেলটির প্রথম ব্যাচের সবগুলো স্মার্টফোন বিক্রি হয়ে গেছে। তবে এদিন কত ইউনিট মেট এক্স বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে। একেকটি স্মার্টফোনের দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ ইউয়ান (চীনা মুদ্রা) ২২ নভেম্বর দ্বিতীয় ব্যাচের মেট এক্স ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। গত জুনে ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্স বাজারে আনার পরিকল্পনা করেছিল চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। তবে মে মাসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে পরিকল্পনা থেকে সরে আসে হুয়াওয়ে। শিগগিরই বিশ্বজুড়ে মেট এক্স ছাড়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।           সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন