স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়াদ পার হওয়ার চার বছর পর অনুষ্ঠেয় সম্মেলন ঘিরে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে পদপ্রত্যাশীদের। আগ্রহীরা তুলে ধরছেন দলের দুঃসময়ে নিজেদের অবদান।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ জানান, স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সম্মেলনস্থলের মঞ্চ প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে হাজার ৯৭৫ জন কাউন্সিলর প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়া অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। সম্মেলন সফল করার লক্ষ্যে ১৩টি উপকমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবক লীগের জন্ম ১৯৯৪ সালে। এরপর আহ্বায়ক কমিটি পার করে দেয় নয় বছর। ২০০৩ সালে প্রথম কমিটি হয় সংগঠনটির। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাহাউদ্দিন নাছিম সাধারণ সম্পাদক হয়েছিলেন পঙ্কজ দেবনাথ। এর নয় বছর পর ২০১২ সালে হয় দ্বিতীয় কমিটি। দ্বিতীয় সম্মেলনে সভাপতি হন মোল্লা মো. আবু কাওছার সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। এর সাত বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির তৃতীয় সম্মেলন। গঠনতন্ত্র অনুসারে প্রতি তিন বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও গত ২৫ বছরে তা হয়েছে মাত্র দুবার।

সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতেই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওছারের নাম আলোচনায় চলে আসায় ইমেজ সংকটে পড়ে যায় সংগঠনটি। বিতর্কের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে। বর্তমানে ইমেজ সংকট দূর করাকেই নতুন নেতৃত্বের বড় চ্যালেঞ্জ মনে করছেন স্বেচ্ছাসেবক লীগসংশ্লিষ্টরা।

স্বেচ্ছাসেবক লীগ নেতাদের দাবি, শীর্ষ দুই নেতার কর্মের দায় সংগঠন বহন করবে না। তাদের ভাষ্যমতে, ব্যক্তির দায় সংগঠন বহন করবে না। এটি একটা বৃহৎ সংগঠন। সংগঠনের দায়িত্ব নেয়ার পর কেউ অন্যায় করলে দল সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

বর্তমানে নতুন নেতৃত্ব নিয়ে বেশ আশাবাদী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন