বুলবুলের প্রভাব

টানা ছয়দিন বিদ্যুৎবিহীন বরিশালের গ্রামাঞ্চল

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

 বরিশালসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে ১০ নভেম্বর এরপর গতকাল পর্যন্ত কেটে গেছে ছয়দিন কিন্তু ঝড়ের তাণ্ডবে বরিশালের গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সংযোগ এখনো পুরোপুরি ঠিক করতে পারেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

পল্লী বিদ্যুৎ সমিতি বরিশালের গ্রাহকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ প্রভাবশালীদের বাসাবাড়িতে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সংযোগ ঠিক করতে দিন-রাত কাজ করছে কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে সাধারণ গ্রাহক তাছাড়া ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেয়া হয় কিন্তু এবার ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি অন্যদিকে নিজস্ব জনবল দিয়ে মেরামতের কাজও দ্রুত এগোচ্ছে না এমনকি বিচ্ছিন্ন বিদ্যুতের লাইন দ্রুত ঠিক করতে কিছু ব্যক্তি টাকাও দাবি করছে

বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জায়েদা খানম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদী, আগৈলঝাড়া গৌরনদীর বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এছাড়া গাছ পড়ে নষ্ট হয়েছে কয়েক হাজার মিটার উদ্ভূত পরিস্থিতি সামলাতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা দিন-রাত কাজ করে চলেছেন এরই মধ্যে উপজেলা পৌরসদরসহ সাবস্টেশনগুলোয় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হবে তবে বিদ্যুৎ সংযোগ দ্রুত সচল করার নামে কেউ টাকা চাইলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেয়ার জন্য তিনি গ্রাহকদের অনুরোধ করেন

এদিকে বিদ্যুৎ না থাকায় উপজেলাগুলোর বিভিন্ন হাট বাজারে জেনারেটরের মাধ্যমে প্রতি ঘণ্টা ২০ টাকায় মোবাইল ফোনে চার্জ দিচ্ছে সাধারণ মানুষ এছাড়া বিদ্যুতের অভাবে অধিকাংশ এলাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রয়েছে পাশাপাশি বিদ্যুিনর্ভর প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অধিক মূল্যে জেনারেটরের মাধ্যমে চার্জ দেয়ায় ভাড়া বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক অটোভ্যানের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন