বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) গাইনি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতকটি একদিন পর উদ্ধার করা হয়েছে গত বৃহস্পতিবার রাত ১২টায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা নবজাতকটিকে মা-বাবার কোলে তুলে দেন ঘটনায় রেশমা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের মো. সৌরভের স্ত্রী নাহিদা আকতারকে (২৮) শজিমেক হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয় ভর্তি হওয়ার পর একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি প্রসবের পর এক অপরিচিত নারী শিশু ওয়ার্ডে চিকিৎসার কথা বলে নবজাতকটি নিয়ে যায় এরপর থেকে সদ্যভূমিষ্ট শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না ঘটনার পরপরই থানায় অভিযোগ করেন নবজাতকটির বাবা পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলোনি এলাকার ফারুকের বাড়ি থেকে নবজাতককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে রাত ১২টার দিকে নবজাতকটিকে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির এসআই আজিজ মণ্ডল তার বাবার কাছে হস্তান্তর করেন

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, নবজাতকটিকে চুরির দায়ে জেলার মাদলা ইউনিয়নের স্বামী পরিত্যক্ত রেশমা খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়েছে তিনি শিশুটি হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান কলোনিতে রেশমা ভাড়া থাকতেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া ওই শিশুর বাবা একটি মামলা করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন