৭ বছর পর মিরসরাই আওয়ামী লীগের সম্মেলন আজ

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

 দীর্ঘ সাত বছর পর আজ চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা উপজেলায় আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালে

বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে সম্মেলনে ১৮-২০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে এবারের কাউন্সিলে মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নেবেন আজ বেলা ৩টায় উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উদ্বোধন করবেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এমএ সালাম এছাড়া বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন

এবারের সম্মেলনে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা সদস্য ফেরদৌস হোসেন আরিফের নাম শোনা যাচ্ছে অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের নাম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন